নিউজ ডেস্ক: কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ-এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ ও ২২ ডিসেম্বর কুয়েত সফরে যাচ্ছেন। ৪৩ বছরের মধ্যে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর এটি প্রথম কুয়েত সফর। ভারত ও কুয়েতের মধ্যে চমৎকার রাজনৈতিক সম্পর্ক রয়েছে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ১০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সহ ভারত কুয়েতের শীর্ষ বাণিজ্য অংশীদারদের মধ্যে রয়েছে। এই সফরে বেশ কিছু কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।