নিউজ ডেস্ক: আগামী ৩-দিনে কলকাতা অথবা আশপাশের অঞ্চলের তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। তবে তার পর থেকে আবার দুই থেকে তিন ডিগ্রি কমবে তাপমাত্রা। বড়দিনে পারদ কিছুটা নামতে পারে বলে আশাবাদী আবহবিদেরা। পৌষের শুরুতেই শীতে ভাটা পড়েছে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে। বৃষ্টিও হয়েছে অনেক জেলায়। মেঘলা আকাশ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টাও হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। সঙ্গে সকালের দিকে প্রায় সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি।