নিউজ ডেস্ক: ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায়,শনিবার সকালে রাজমহল মহকুমায় অবস্থিত গঙ্গার তীরে দমকলের গাড়ি ডুবে যায়। গাড়ির চালক নিখোঁজ।
জানা যায় , রাজমহল মহকুমায় অবস্থিত রাধা নগরে গঙ্গার তীরে দমকলের একটি ইঞ্জিন গঙ্গায় জল ভরতে গিয়ে ছিল। সেই সময়ে মাটি চাপা পড়ে দমকলের গাড়ি গঙ্গায় পড়ে যায়। গাড়ির চালক অরুণ কুমার বেরিয়ে আসতে পারেনি। ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় পুলিশ সহ দমকল আধিকারিকরা গঙ্গার তীরে গিয়ে সঙ্গে সঙ্গে ডুবুরিকে ডেকে আটকে থাকা নিখোঁজ চালকের খোঁজ শুরু করেন।