নিউজ ডেস্ক: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীঘ্রই ফিরতে চলেছে জাঁকিয়ে শীত, বড়দিনের পর থেকেই কনকনে ঠান্ডা অনুভূত হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর থেকে দক্ষিণবঙ্গে আপাতত রাতের তাপমাত্রার হেরফের হচ্ছে না। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কয়েকটি জেলা কুয়াশাচ্ছন্ন থাকতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ২৭ ডিসেম্বর থেকে রাতের তাপমাত্রা একটু একটু করে কমতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৯ ডিগ্রি বেশি। এদিন সকালে বীরভূম জেলার বিভিন্ন অংশ ঘন কুয়াশায় মোড়া ছিল, ফলে দৃশ্যমানতা কমে যায়।