নিউজ ডেস্ক: ধোঁয়াশায় মোড়া বাণিজ্যনগরী মুম্বই, অন্যদিকে শীতে কাঁপছে দেশের রাজধানী দিল্লি। দুই প্রান্তেই ধোঁয়াশা, আবার কুয়াশাও। মুম্বইয়ে ঠান্ডা নেই, আর দিল্লি কাঁপছে শীতে।
সোমবার সকাল থেকেই ধোঁয়াশায় আচ্ছন্ন ছিল মুম্বই, আর দিল্লিতে ভোরের দিকে ছিঁটেফোঁটা বৃষ্টি হয়েছে। শৈত্যপ্রবাহের মধ্যেই বৃষ্টিতে শীত যেন আরও বেড়ে গেল দিল্লিতে। এদিনও কনকনে ঠান্ডার মধ্যে ঘুম ভেঙেছে দিল্লীবাসীর। ভোরের দিকে দিল্লির নানা অংশে হালকা কুয়াশাও ছিল।