নিউজ ডেস্ক: সোমবার সকালে সামশেরগঞ্জ থানার সুলতান মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কের উপর ভয়াবহ পথ দুর্ঘটনা হয়। গুরুতর আহত হন বেশ কয়েকজন। আহতদের মধ্যে দু’জনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদেরকে স্থানীয় অনুপনগর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে একটি অটোতে কিছু আসবাবপত্র নিয়ে কয়েকজন ব্যক্তি সামশেরগঞ্জের দিক থেকে জঙ্গিপুরের দিকে যাচ্ছিলেন। সেই সময়ে ১২ নম্বর জাতীয় সড়ক ধরে একটি ১৬ চাকার মাল বোঝাই লরি ফরাক্কার দিকে যাচ্ছিল।
আসবাবপত্র বোঝায় অটোটি জাতীয় সড়কের ভুল লেন ধরে জঙ্গিপুরের দিকে যাচ্ছিল কিন্তু সঠিক লেন ধরে ফরাক্কার দিকে যাওয়া লরিটি কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে আসবাবপত্র বোঝায় অটোটিকে মুখোমুখি ধাক্কা মারে। এই ঘটনায় রাস্তাতেই উল্টে পড়ে আসবাবপত্র বোঝা অটোটি। আহত হন বেশ কয়েকজন। কিন্তু ঘাতক লরিটি গতি বাড়িয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়।