নিউজ ডেস্ক: বৃষ্টি থামতেই ফের পরিষ্কার হয়ে উঠেছে মহানগরীর আকাশ। তাপমাত্রা মঙ্গলেও নিম্নমুখী, শীঘ্রই ফিরবে জাঁকিয়ে ঠান্ডা। সব কিছু ঠিকঠাক থাকলে ২৫ ডিসেম্বরের পর থেকেই জাঁকিয়ে শীত অনুভূত হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি বেশি।
শহর ও শহরতলিতে সেভাবে ঠান্ডা অনুভূত না হলেও, গ্রাম বাংলার শীতের আমেজ অনুভূত হয়েছে মঙ্গলবার সকালেও। আর কয়েকদিনের মধ্যেই জাঁকিয়ে শীতও অনুভূত হতে পারে। একইসঙ্গে কয়েকটি জেলায় ঘন কুয়াশার সম্ভাবনার কথাও জানানো হয়েছে।