নিউজ ডেস্ক:
ফের আলিপুরদুয়ার-১ ব্লকের মথুরা চা বাগান এলাকায় খাঁচাবন্দি হল একটি চিতাবাঘ। বৃহস্পতিবার সকালে বন দফতরের পাতা খাঁচায় চিতাবাঘটি ধরা পড়ে। সেটিকে দেখতে চা বাগানে প্রচুর মানুষ ভিড় জমান। এরপর ঘটনাস্থলে পৌঁছে চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান।
উল্লেখ্য, বেশ কয়েক মাস আগে থেকেই মথুরা চা বাগানে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছিল। সম্প্রতি ওই এলাকা থেকে প্রায় দুই সপ্তাহের ব্যবধানে দু’টি চিতাবাঘকে খাঁচাবন্দি করা হয়। এদিন খাঁচাবন্দি হল তৃতীয় চিতাবাঘ। এইভাবে পরপর তিনটি চিতাবাঘ উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।