নিউজ ডেস্ক: নন্দীগ্রামে তৃণমূল কর্মীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়েছে। বৃহস্পতিবার নন্দীগ্রামের গোকুলনগরের তৃণমূল কর্মী মহাদেব বিষয়ীর রক্তাক্ত দেহ উদ্ধার হয় স্থানীয় একটি দোকানের মধ্যে। তাঁর দেহে আঘাতের চিহ্ন ছিল বলে দাবি স্থানীয়দের। পরিবারের দাবি, রাজনৈতিক কারণে খুন করা হয়েছে মহাদেবকে। ঘটনাস্থলে পৌঁছেছে নন্দীগ্রাম থানার বিরাট পুলিশ বাহিনী। এলাকায় তীব্র উত্তেজনা।
স্থানীয় সূত্রে খবর, মহাদেব বৃন্দাবনচক দক্ষিণের ২৫৩ নম্বর বুথের তৃণমূল কর্মী ছিলেন। বুধবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। সকালে তাঁর দেহ উদ্ধার হয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এই নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে এলাকায়। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। মৃতের পরিবার এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগের আঙুল তুলেছে বিজেপির দিকে।