নিউজ ডেস্ক:
পূর্ব বর্ধমান জেলার গুসকরায় বড়দিনের রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকান ও তার সামনে দাঁড়িয়ে থাকা কয়েকজন ব্যক্তিকে ধাক্কা মারে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনজনের মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা চলছে।
পুলিশ ওই গাড়িতে থাকা দু’জনকে আটক করেছে। বাকিরা পলাতক। প্রত্যেকেই মত্ত অবস্থায় ছিল বলে খবর।