নিউজ ডেস্ক: উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার প্রস্তুতি এখন তুঙ্গে, ভক্তদের সুবিধার্থে নেওয়া হচ্ছে একের পর এক ব্যবস্থা। মহাকুম্ভ মেলায় ভক্তদের সুবিধার্থে ৫-হাজারের বেশি বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে।
এডিএম বিবেক চতুর্বেদী বলেছেন, “পরিবহন দফতর মহাকুম্ভ মেলায় আগত ভক্তদের সুবিধার্থে প্রায় ৫০০০-৬০০০ বাসের ব্যবস্থা করেছে। সুবিধার জন্য ৫৫০টি বৈদ্যুতিক বাসের ব্যবস্থা করা হয়েছে। আমরা ৩টি অস্থায়ী বাস স্ট্যান্ড নির্মাণ শুরু করেছি।”