নিউজ ডেস্ক:
ধুবড়ি জেলার অন্তর্গত গৌরীপুর ১৭ নম্বর জাতীয় সড়কের পাশে এক গলিতে জনৈক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে গৌরীপুর থানাধীন তারঘাট সেতু সংলগ্ন জাতীয় সড়কের পাশে একটি গলিতে উদ্ধার হয়েছে হালকা জিনস্, জ্যাকেট এবং চামড়ার জুতো পরিহিত যুবকের রক্তাক্ত মৃতদেহ। মতদহ উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট এয়াকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত মৃতদেহটি বলদামারা এলাকার তেলিপাড়া গ্রামের বাসিন্দা বছর ২১-এর রাহুল শেখের বলে শনাক্ত করেছে পুলিশ।
মৃতদেহের কাছ থেকে পুলিশ একটি মোবাইল ফোনের হ্যান্ডসেট উদ্ধার করেছে। ওই ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করেছেন তদন্তকারী পুলিশ অফিসার। প্রাথমিক ইনকুয়েস্ট করে পুলিশ মৃতদেহটির ময়না তদন্তের জন্য ধুবড়ি মেডিক্যাল কলেজ হাসাপাতাল পাঠিয়েছে। তদন্তকারী পুলিশ অফিসারের সন্দেহ, রাহুল শেখকে খুন করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য ভেদ করতে ময়না তদন্ত রিপোর্টের অপেক্ষা করতে হবে, জানান পুলিশ অফিসার।