নিউজ ডেস্ক: বিজেপির সর্বভারতীয় সভাপতি ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা বৃহস্পতিবার থেকে দুদিনের জয়পুর সফরে। জানা গেছে, তিনি এদিন সন্ধ্যায় জয়পুরে যাচ্ছেন। আর শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ফিরে যাবেন।
রাজস্থানের বিজেপির রাজ্য সভাপতি মদন রাঠোর জানান, জে পি নাড্ডা সেখানে একটি সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে একটি কর্মসূচিতে বক্তব্য রাখবেন। এই কর্মসূচিতে কেন্দ্রীয় মন্ত্রীদের বিভিন্ন রাজ্যে পাঠানো হয়েছে। জয়পুরে এই কর্মসূচিতেই অংশ নেবেন জে পি নাড্ডা। কর্মসূচীর পরে বিজেপির রাজ্য দফতরে তাঁর যাওয়ার কথা। সেখানে বিজেপি নেতাদের সঙ্গে তিনি মতবিনিময় করতে পারেন বলে জানা যাচ্ছে।