নিউজ ডেস্ক: গোটা শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার মূল চক্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। অর্পিতা মামলার দু’নম্বর অভিযুক্ত। তিনি নিজে থেকেই স্বীকার করেছেন যে তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা তাঁর নয়, পুরোটাই পার্থবাবুর।
মামলায় এক নম্বর অভিযুক্ত হিসেবে নাম ছিল পার্থবাবুর। তাঁর বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনাতে গিয়ে ইডি-র আইনজীবী বৃহস্পতিবার একথা জানান।
মামলায় এক নম্বর অভিযুক্ত হিসেবে নাম রয়েছে পার্থর। তাঁর বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনাতে গিয়ে ইডি-র আইনজীবী জানান, গোটা শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার মাথা পার্থবাবু। তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। অর্পিতা মামলার দু’নম্বর অভিযুক্ত। তিনি নিজে থেকেই স্বীকার করেছেন যে তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা তাঁর নয়, পুরোটাই পার্থবাবুর।
ইডি-র আইনজীবী আদালতে জানান, যাবতীয় ভুয়ো সংস্থা খুলেছিলেন পার্থবাবু। অন্যের নামে মোবাইল ব্যবহার করতেন। ভুয়ো সংস্থার মাধ্যমে কোটি কোটি টাকা নয়ছয় করেছেন তিনি। অর্পিতার নামে অ্যাকাউন্ট খুলেও পার্থবাবুই ব্যবহার করতেন।
বৃহস্পতিবার থেকে নিয়োগ দুর্নীতিতে ইডি-র মামলার বিচারপ্রক্রিয়া শুরু হয়ে গেল। এর পর ডিসচার্জ পিটিশনের শুনানি হবে। তার পর চার্জগঠনের প্রক্রিয়া শেষ হবে। শুরু হবে বিচারপ্রক্রিয়া।