নিউজ ডেস্ক: ইনস্টাগ্রাম, ফেসবুক ঘাটলেই এখন শুধুই ক্রিসমাসের ছবি। টলিপাড়ার তারকারা কেমন ভাবে ক্রিসমাস কাটালেন, আসুন জেনে নি। ক্রিসমাসের সকালে ছেলের সঙ্গে ছবি দিয়েছিলেনন অভিনেত্রী নুসরত জাহান। এ দিন লাল রঙের ড্রেসে সেজেছিলেন অভিনেত্রী। অন্যদিকে চলতি বছরেই নতুন বাড়ি কিনেছেন নায়িকা। স্বামী সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে সংসার পেতেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন । ক্রিসমাস ট্রি-এর সামনে দেখা পোজ দিতে দেখা গেল অভিনেত্রীকে।
দুই ছেলে-মেয়েকে নিয়ে ক্রিসমাসে সেজেগুজে ছবি পোস্ট করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়। ক্রিসমাসের দিন লাল রঙের পরিবর্তে সাদা রঙের পোশাকে সেজেছিলেন নায়িকা। অভিনেত্রী প্রমিতা এবং রুদ্রজিত্-কে অনেক দিন সিরিয়ালে দেখেননি দর্শক। তবে সমাজমাধ্যমের পাতায় খুবই সক্রিয় তাঁরা। ক্রিসমাসে বিশেষ ছবি পোস্ট করলেন নায়ক-নায়িকা।