নিউজ ডেস্ক: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র গুয়াহাটি ফ্রন্টিয়ারের অধীন ৯০ নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে বৃহস্পতিবার থেকে কোচবিহারের রূপনগর বিএসএফ ক্যাম্পে শুরু হল আন্ত ফ্রন্টিয়ার উসু, যোগা এবং কবাডি প্রতিযোগিতা। এই আয়োজন চলবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত। যেখানে দেশের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ১১টি ফ্রন্টিয়ারের প্রায় সাড়ে ৫৫০ প্রতিযোগী অংশগ্রহণ করেছে। বৃহস্পতিবার এই প্রতিযোগিতার উদ্বোধন হলো রূপনগর বিএসএফ ক্যাম্পে উপস্থিত ছিলেন গুয়াহাটি ফ্রন্টিয়ারের শীর্ষ আধিকারিকরা।