নিউজ ডেস্ক: বছর শেষ হতে চলল। কিন্তু এখনও জাঁকিয়ে শীতের দেখা নেই। উল্টে পৌষ মাসে বৃষ্টি হচ্ছে জেলায় জেলায়। আগামী কয়েক দিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বললেই চলে, জানিয়ে দিয়েছেন আবহবিদেরা। শনিবার পর্যন্ত রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত স্বাভাবিকের উপরেই থাকবে তাপমাত্রা। তবে রবিবার থেকে পারদ পতন হতে পারে।
অন্যদিকে, বর্ষশেষের উইকেন্ডে ফের তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে। হালকা বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। শনিবার উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। জাঁকিয়ে শীত উধাও বছরের শেষে। ওই কেন্দ্রে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের তিন জেলা পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে।