নিউজ ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
রাষ্ট্রপতি শুক্রবার এক্সবার্তায় লিখেছেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং জি সেই বিরল রাজনীতিবিদদের মধ্যে একজন যিনি পড়াশোনা এবং প্রশাসনের জগতে সমান স্বাচ্ছন্দ্যে বিচরণ করেছিলেন। সরকারিভাবে তাঁর ভূমিকা ছিল বিভিন্ন রকম। তিনি ভারতীয় অর্থনীতির সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।
জাতির সেবা, নিখুঁত রাজনৈতিক জীবন এবং পরম বিনয়ের জন্য তিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর চলে যাওয়া আমাদের সবার জন্য এক বিরাট ক্ষতি। তিনি ছিলেন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ পুত্রদের অন্যতম। তাঁকে
আমি শ্রদ্ধা জানাই। আমার আন্তরিক সমবেদনা রইল তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি।