নিউজ ডেস্ক: ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘সন্তান’। এই সিনেমা দেখে কেঁদে ফেলেছিলেন অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। তবে, শুধু কৌশানি নয়, সিনেমা দেখে চোখে জল আমজনতারও ৷ তার কারণ ছবিটা না দেখলে উপলব্ধি করা অসম্ভব । ছবির অন্দরে ঢুঁ মারার পর কখন যে নিজের মনের আয়নার মুখোমুখি হয়ে যাবেন বুঝতেও পারবেন না ৷ আর এখানেই পরিচালক হিসাবে সফল রাজ ৷
এই ছবির মাধ্যমে সন্তান এবং মা-বাবার এক জার্নি দেখিয়েছেন পরিচালক। বর্তমানে এমন অনেক পরিস্থিতি তৈরি হয় যেখানে মা-বাবার সঙ্গে কোনও সম্পর্ক থাকে না সন্তানের। আবার অনেকে বৃদ্ধ মা-বাবাকে দেখতেও চায় না। এমনই এক বাস্তবের কঠিন গল্প পর্দায় তুলে ধরেছেন পরিচালক। যে ছবি দেখে চোখে জল আসতে বাধ্য। ছবির ট্রেলার দেখে সেই আভাস ইতিমধ্যেই পেয়েছেন দর্শক। কৌশানী আবেগ আরও স্পষ্ট করে দিল তা।