নিউজ ডেস্ক: ডঃ মনমোহন সিং-এর প্রয়াণে শোক জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুবাবু প্রয়াত প্রধানমন্ত্রীর সঙ্গে এক ফ্রেমে দেওয়া ছবি-সহ শুক্রবার এক্স–বার্তায় লিখেছেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং মহোদয়ের প্রয়াণে আমি ব্যথিত। কর্মজীবনে তিনি একাধিক দায়িত্ব সামলেছেন। একজন অর্থনীতিবিদ হিসেবে তিনি গোটা বিশ্বে সমাদৃত ছিলেন। ওঁর প্রয়াণ ভারতীয় রাজনীতির এক অপূরণীয় ক্ষতি।
আমি ওঁর পরিবার আত্মীয়দের প্রতি গভীর শোক জ্ঞাপন করি এবং ওনার বিদেহী আত্মার চিরশান্তি প্রার্থনা করি।