নিউজ ডেস্ক: ওজন কমাতে অনেকেই গ্রিন টিয়ের উপর ভরসা রাখেন। দিনে ৩-৪ কাপ গ্রিন টি পান করেন কোমরের মেদ ঝরাতে। এতে আপনার কোমর পাতলা হচ্ছে ঠিকই, কিন্তু ত্বকের উপর কী প্রভাব পড়ছে জানেন? জাপান, চিন, কোরিয়ার মতো দেশে চা দিয়ে রূপচর্চা করা হয়। আর যখন আপনি ত্বকের পরিচর্চায় গ্রিন টি’কে বেছে নেন, তখন উপকারিতা দ্বিগুণ হয়ে যায়। গ্রিন টি ত্বককে এনে দেয় জেল্লা। ব্রণ থেকে বলিরেখা—সব কিছু দূরে রাখে গ্রিন টি।
গ্রিন আপনার ত্বককে সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মির হাত থেকে রক্ষা করে। গ্রিন টিয়ের মধ্যে পলিফেনল রয়েছে, যা ত্বককে ক্ষয়ের হাত থেকে বাঁচায়। পাশাপাশি অক্সিডেটিভ চাপ কমায়, যা স্কিন ক্যানসারের হাত থেকে রক্ষা করে। গ্রিন টি পান করলে এটি শরীর থেকে সমস্ত দূষিত পদার্থ বের করে দেয়। এতেই ত্বকের অনেক সমস্যা কমে যায়। গ্রিন টিয়ের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা ত্বকের প্রদাহ কমায়।