নিউজ ডেস্ক: হাওড়া শাখায় এবার এক ধাক্কায় ৬০টি লোকাল ট্রেন বাতিল থাকবে। হাওড়া ও লিলুয়া স্টেশনের মাঝে তৈরি হবে দুই লেনের নতুন ওভারব্রিজ। সে কারণেই শনিবার ও ২০২৫ সালের ২২ জানুয়ারি বুধবার বেশ কিছু লাইনে পাওয়ার ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জেরে বাতিল করে দেওয়া হয়েছে বহু ট্রেন।
পূর্ব রেল জানিয়েছে, ব্যান্ডেল থেকে হাওড়াগামী যে ট্রেনগুলি বাতিল থাকবে সেগুলি হল ট্রেন নম্বর 37212, 37214, 37216, 37218, 37220, 37222, 37230, 37232, 37236, 37244, 37250, 37254, 37264, 37288। এছাড়াও বাতিল থাকছে 37042, 37044, 37046, 37048, 37050, 37052, 37056, 37058, 37060, 37062, 37064
বেলুড় মঠ থেকে হাওড়াগামী বাতিল থাকছে, 37112, 37118 ও হাওড়া থেকে ব্যান্ডেল জংশন চলাচলকারী বাতিল থাকবে 37215, 37231, 37237, 37243, 37249, 37253, 37255, 37257, 37263, 37267, 37201, 37271, 37275, 37278। 37012, 37014। 37041, 37043, 37045, 37047, 37049, 37051,37055, 37057, 37059, 37061, 37063, 37111, 37117, 37011, 37013 ট্রেনগুলি।