নিউজ ডেস্ক: বর্ষশেষে ভোগান্তি শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের৷ পরিকাঠামোর কাজের জন্য আপাতত দৈনিক বন্ধ থাকছে একাধিক লোকাল ট্রেন হাওড়া ডিভিশনে। এবার শিয়ালদহ ডিভিশনেও সেই লোকাল ট্রেন শনি ও রবিবার বন্ধ থাকতে চলেছে৷ রেল সূত্রে খবর, এই কাজের কারণে প্রভাব পড়বে হাবরা, বনগাঁ, হাসনাবাদ, ডানকুনি সেকশনে।
শিয়ালদহ ডিভিশনে ট্র্যাকে কাজ হবে সে কারণেই শনি ও রবিবার বাতিল থাকবে বেশ কিছু ট্রেন। ২৮ ডিসেম্বর বাতিল থাকবে শিয়ালদহ-ডানকুনি: আপ 32249/ ডাউন 32252। ২৯ ডিসেম্বর বাতিল থাকবে- শিয়ালদহ-বনগাঁ: আপ 33811, 33813/ ডাউন 33820, 33822, শিয়ালদহ -হাবরা: আপ 33651, 33653/ ডাউন 33652, 33654, শিয়ালদহ – হাসনাবাদ: আপ 33513/ ডাউন 33514, শিয়ালদহ – ডানকুনি: আপ 32211, 32213, 32215, 32217, 32219/ ডাউন 32212, 32214, 32216, 32218, 32220।