নিউজ ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের প্রয়াণে সব অধিবেশন, কর্মসূচি বাতিল করল কংগ্রেস। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন-সহ সমস্ত কর্মসূচি আগামী সাত দিনের জন্য বাতিল করা হয়েছে। কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল এ কথা জানিয়েছেন। তিনি বলেন, দলীয় কর্মসূচি আবার ৩ জানুয়ারি থেকে শুরু হবে। শোকের এই আবহে দলীয় পতাকাও অর্ধনমিত থাকবে বলে জানান তিনি।
কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সদস্য রণদীপ সুরজেওয়ালা বলেন, শুক্রবার কর্ণাটকের বেলগামে কংগ্রেস তার “জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান” সমাবেশ বাতিল করেছে। প্রয়াত ডঃ মনমোহন সিংয়ের স্মরণে কর্ণাটক প্রদেশ কংগ্রেস শোকসভার আয়োজন করবে।
উল্লেখ্য, দিল্লির এইমস-এ প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। চিকিৎসার জন্য বৃহস্পতিবার রাতে এইমস-এ নিয়ে আসা হয়েছিল মনমোহন সিংকে, চিকিৎসকদের অনেক প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে প্রাণে বাঁচানো যায়নি। এইমস-এ চিকিৎসা চলাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন সিং। এইমস-এর পক্ষ থেকে জানানো হয়, গভীর শোকের সঙ্গে আমরা জানাচ্ছি, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং ৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন। তিনি বার্ধ্যকজনিত অসুস্থতার জন্য চিকিৎসাধীন ছিলেন এবং বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাড়িতে হঠাৎই জ্ঞান হারিয়ে ফেলেন। রাত ৮.০৬ মিনিট নাগাদ তাঁকে নতুন দিল্লির এইমস-এ মেডিকেল ইমার্জেন্সিতে আনা হয়েছিল। সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি এবং রাত ৯.৫১ মিনিট নাগাদ তাঁকে মৃত ঘোষণা করা হয়। মনমোহন সিংয়ের প্রয়াণে শোকের আবহ তৈরি হয়েছে দেশের রাজনৈতিক মহলে।