নিউজ ডেস্ক: দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানা চত্বরে একটি হোটেলের খাবার খেয়ে পুলিশ–সহ অন্তত ২৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ ১৫ জনকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। কয়েকজনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে পুলিশ–সহ ১০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকরা হাসপাতালে পৌঁছেছেন। এত মানুষ কীভাবে অসুস্থ হয়ে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে।
জানা গেছে, কুমারগঞ্জ থানা চত্বরে এই হোটেলটি অবস্থিত। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও সেখানে পুলিশ ও অন্যান্য লোকজন খাবার খেয়েছিলেন। এরপর একে একে সবাই অসুস্থ হয়ে পড়তে থাকেন।
অসুস্থদের তালিকায় রয়েছেন এএসআই শ্রীমন্ত কুমার রায়। তাঁকে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদেরও হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু প্রাথমিক চিকিৎসার পরও সুস্থ না হলে তাঁদের বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ার কারণে এই ঘটনা ঘটেছে। বালুরঘাট জেলা হাসপাতালের সুপারিনটেনডেন্ট কৃষ্ণেন্দু বিকাশ বাগ জানিয়েছেন, কয়েকজনকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে প্রায় ১০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।