নিউজ ডেস্ক: শিলিগুড়ির নকশালবাড়ির রথখোলা মোড়ে এক ব্যক্তিকে মাদক (মরফিন)–সহ আটক করেছে সশস্ত্র সীমা বল (এসএসবি)–র ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। ধৃত অভিযুক্তের নাম সানিওয়াল শেখ। তিনি মালদা জেলার কালিয়াচকের বাসিন্দা। শুক্রবার এসএসবি অভিযুক্তকে নকশালবাড়ি থানায় হস্তান্তর করেছে।
পুলিশ সূত্রে খবর, নকশালবাড়ির রথখোলা মোড়ের নীচে এশিয়ান হাইওয়েতে টহল দেওয়ার সময় এসএসবি ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সন্দেহভাজন এক ব্যক্তিকে ধরে। তাকে তল্লাশি করে ২০৫ গ্রাম মরফিন উদ্ধার করা হয়। এসএসবি সূত্রে খবর, অভিযুক্ত মালদা থেকে নকশালবাড়ির রথখোলা মোড়ে কারওর কাছে সেই মরফিন হস্তান্তর করতে যাচ্ছিল। তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ।