নিউজ ডেস্ক: উত্তর প্রদেশে দর্শনার্থীদের সুবিধার্থে ২০২৫ প্রয়াগরাজ মহাকুম্ভে ৩৭টি বাস–সহ ৩০০টি অতিরিক্ত বাস চলাচল করবে।প্রায় কোটি কোটি দর্শনার্থী প্রয়াগরাজে মহাকুম্ভে আসেন। এবার দর্শনার্থীদের সুবিধার্থে মির্জাপুর বাস ডিপো থেকে ৩৭টি বাস বরাদ্দ করা হয়েছে।এছাড়াও জেলা থেকে প্রায় ৩০০টি অতিরিক্ত বাস মির্জাপুর হয়ে প্রয়াগরাজ যাবে।
ডিপোর এআরএম বলেন , পর্যাপ্ত ড্রাইভার এবং কন্ডাক্টর নিয়োগ করা হয়েছে, যাতে মহাকুম্ভ চলাকালীন কোনও সমস্যার সমুখীন হতে না হয় আগত দর্শনার্থীদের। অনুমান করা হচ্ছে, এবার প্রায় পাঁচ কোটি ভক্ত প্রয়াগরাজ আসবেন এবং মির্জাপুর হয়ে ফিরবেন। পাশাপাশি মহাকুম্ভের জন্য প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যাতে বাসগুলি মির্জাপুর এবং বিন্ধ্যাচল রোডওয়েজ ডিপোতে থেমে যাত্রীরা ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করতে পারেন।