নিউজ ডেস্ক: হাসপাতালের ভেতরে ঢুকে চিকিৎসাধীন তরুণের গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল। বৃহস্পতিবার রাতে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জ মেডিকেল কলেজ চত্বরে। অভিযুক্ত দুজনকে রাতে আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ। তাদের নাম প্রকাশ হালদার, রামপ্রসাদ দাস। শুক্রবার সকালে আক্রান্তের পরিবারের তরফে এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
শুক্রবার পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে সুরজিৎ দাস নামে ওই তরুণ প্রকাশের কাছে পাওয়া টাকা চাইতে যান রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকায়। তা নিয়ে বচসা শুরু হয়। অভিযোগ, সেখানে প্রকাশ এবং রামপ্রসাদ দাস নামে আরেকজন মিলে সুরজিতের ওপর চড়াও হয়। তাঁকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। রাতেই সুরজিতকে গুরুতর জখম অবস্থায় রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়। অভিযোগ, এরপর দেড়টা নাগাদ অভিযুক্তরা হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে ঢুকে তরুণের গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে। কোনওরকমে পালিয়ে প্রাণে বাঁচে সে। ঘটনায় নার্স ও রোগীরাও আতঙ্কিত হয়ে পড়েন। পরে পুলিশ এসে অভিযুক্তদের আটক করে। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।