নিউজ ডেস্ক: শীত নিয়ে অবশেষে সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। ইংরেজি নতুন বছরের শুরুতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নামবে তাপমাতার পারদ। আগামী কিছু দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে মূলত শুষ্ক।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন বছরের শুরুতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই তাপমাত্রার পারদ নামবে। সর্বনিম্ন অথবা সর্বনিম্ন তাপমাত্রার নীচেও নেমে যেতে পারে তাপমাত্রা। মালুম হবে জমজমাট শীতের আমেজ। তার আগে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।