নিউজ ডেস্ক: বীরভূমে চলছিল পৌষমেলা। কিন্তু তার মধ্যেই ছন্দপতন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। বিশ্বভারতীর নিয়ম অনুযায়ী, যিনি কেন্দ্রে প্রধানমন্ত্রীর পদে থাকেন, তিনিই বিশ্ববিদ্যালয়ের আচার্য্য হন। সেই নিয়ম মেনেই বিশ্বভারতীর দু-বারের আচার্য ছিলেন মনমোহন সিংহ। তবে গতকাল মুখ্যমন্ত্রীর প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে আসে গোটা বিশ্বভারতীতে। আর সেই কারণেই আরও একটি পদক্ষেপ নেওয়া হল বিশ্বভারতীর তরফ থেকে। বন্ধ রাখা হয় বিশ্বভারতীর পৌষমেলার সমস্ত সাংস্কৃতিক উৎসব।
তবে এই বছর ছবিটা একেবারেই আলাদা শেষের দিকে। মহা উদ্যোগে পৌষমেলা শুরু হলেও, তা কার্যত ঝিমিয়ে পড়েছে মাঝপথেই। বন্ধ হয়ে গিয়েছে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। খুলে ফেলা হয়েছে মঞ্চ। তবে মেলা বন্ধ হবে না বলেই সূত্রের খবর। অন্যদিকে আগামী সোমবার উপাসনাগৃহে মনমোহন সিংহের স্মরণে সন্ধ্যা ৬টা নাগাদ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।