নিউজ ডেস্ক: শীতের ভরা মরশুমে বৃষ্টি হয়েই চলেছে রাজধানী দিল্লিতে, সঙ্গে দমকা হাওয়ার দাপট। শনিবার ভোররাতে ভারী বৃষ্টি হয় দিল্লির বিভিন্ন অংশে, একইসঙ্গে দমকা হাওয়া বইতে থাকে।
দমকা হাওয়ায় দিল্লির বিভিন্ন অংশে ভেঙে পড়ে গাছ। সেক্টর-৯, আর কে পুরমে ধসে পড়ে রাস্তা। ধসে যাওয়া এলাকায় পড়ে যায় একটি গাড়ি ও মোটরবাইক। দিল্লির পালম, সফদরজং, লোধি রোডেও বৃষ্টি হয়েছে।