নিউজ ডেস্ক: শুক্রবার ম্যানিলার রিজাল মেমোরিয়াল স্টেডিয়ামে আসিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের প্রথম লেগে ফিলিপাইন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে।
ম্যাচের ২১ মিনিটে স্যান্ড্রো রেয়েস স্বাগতিকদের লিড দেয়। তবে প্রথমার্ধের শেষ মিনিটে সমতা ফিরিয়ে আনেন সুফানান বুরেরাত।দ্বিতীয়ার্ধের স্টপেজ টাইমে কিকে লিনারেসের গোলে বিজয়ী হয় ফিলিপাইন।
এটি ছিল থাইল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতকের মধ্যে ফিলিপাইনের প্রথম জয়, শেষ জয়টি ১৯৭২ সালে এসেছিল, জাকার্তা বার্ষিকী টুর্নামেন্টে ১-০ গোলে জয়।৩ দিন পর ব্যাংককের রাজামঙ্গলা স্টেডিয়ামে সেমি ফাইনালের ফিরতি লেগ হওয়ার কথা।