নিউজ ডেস্ক: ক’দিন ধরে বনকর্মী ও নজরদারদের ঘোল খাইয়ে ফের বাঘিনী জিনাত বা গঙ্গা তার অবস্থান বদল করল। পুরুলিয়ার পর এবার বাঁকুড়ায় বাঘিনী।
বন দফতর সূত্রে খবর, মুকুটমণিপুর জলাধারের আশেপাশে অবস্থান করছে সে। শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ জালের ফাঁক দিয়ে পালায় সে। লোকালয় হওয়ায় আতঙ্ক চরমে। ইতিমধ্যে বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে।
বাঘিনীকে ধরতে বন দফতরের তরফে ট্র্যাকার, ড্রোন নাইট ভিশনের বন্দোবস্ত করা হয়। স্যাটেলাইট লোকেশনে ৪ ঘণ্টা অন্তর অন্তর বাঘিনীর অবস্থান জানা যায়। তবে প্রায় ৩০ মিনিটেরও বেশি সময় বাঘিনীর কোনও খোঁজ পাওয়া যায়নি। চারটি ট্র্যাকারই তার অবস্থান সম্পর্কে কোনও তথ্য দিতে পারছে না বলেই খবর।
শনিবার সকালে কুমারী নদী পার করে কাঁসাইয়ের পাড় ধরে যাচ্ছিল বাঘিনী। মানবাজার ১ নম্বর ব্লকের ধানাড়া পেরিয়ে বাঁকুড়ার মুকুটমণিপুর জলাধারের কাছাকাছি পৌঁছয় জিনাত বা গঙ্গা। বনকর্মীদের থেকে পাওয়া খবর অনুযায়ী, প্রবল শীতে শুক্রবার রাত থেকেই জলাধারের জল এড়াচ্ছিল বাঘিনী। না হলে কাঁসাই জলাধার পার হয়ে দক্ষিণ বাঁকুড়ার বারো মাইল জঙ্গলে ঢুকে যেতে পারত সে।