নিউজ ডেস্ক: চোখের জলে চিরকালের জন্য বিদায় নিলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মুখাগ্নি করলেন তাঁর মেয়ে, পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন ডঃ মনমোহন সিং। দিল্লির নিগম বোধ ঘাটে হয়েছে শেষকৃত্যানুষ্ঠান। চোখের জলে মনমোহনকে বিদায় জানিয়েছেন অনুরাগীরা।
গত ২৬ ডিসেম্বর দিল্লি এইমস-এ প্রয়াত হন মনমোহন সিং। শনিবার কংগ্রেস সদর দফতরে শায়িত থাকে মনমোহনের মরদেহ। সেখানে মনমোহনের স্ত্রী ও মেয়ে এবং সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী-সহ অনেকেই মনমোহনকে শেষশ্রদ্ধা জানান। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় নিগম বোধ ঘাটে। মনমোহনকে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমুখ। দেশবাসীকে আলবিদা জানিয়ে চিরকালের জন্য বিদায় নিলেন মনমোহন সিং।