নিউজ ডেস্ক: বিষ্ণুপুর-তারকেশ্বর রেলপথে বড় গোপালপুর পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চালানো হলো। ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত ৭.৫২ কিমি রেললাইন পরীক্ষার কাজ শুক্রবার সম্পন্ন হয়েছে।
রেলওয়ে সেফটি বিভাগের এই পরীক্ষা সফল হলে খুব শীঘ্রই ট্রেন চলাচল শুরু হবে। জানা গেছে , ইতিমধ্যে ৩৩টি সেতুর মধ্যে ৩১টি ছোট সেতু নির্মাণ শেষ হয়েছে, এবং ৩ টি বড় সেতুর কাজ ও গার্ডার তৈরির কাজ প্রায় সম্পূর্ণ। পয়েন্ট ও ক্রসিং-এর সঙ্গে ট্র্যাকের সংযোগ এবং ব্যালাস্টিং-এর কাজ চলছে। ইলেকট্রিক ট্র্যাকশনের জন্য ভিত্তি নির্মাণ করা হয়েছে। সিগন্যালিং ক্যাবল (ওএফসি) বসানোর কাজও শুরু হতে চলেছে । গোঘাট-ময়নাপুর রুটের সংযোগ হলে রেলপথের গুরুত্ব আরও বাড়বে।
বিষ্ণুপুর এবং তারকেশ্বরের মধ্যে সরাসরি ট্রেন যোগাযোগ বাঁকুড়া এবং হুগলির বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।