নিউজ ডেস্ক: শনিবার দুপুরে চম্পাহাটিতে হাঁড়ালের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আহত হলেন ৪ জন। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় এক মহিলাকে ইতিমধ্যেই কলকাতার এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, তাঁর মৃত্যু হয়েছে। যদিও এই লেখা পর্যন্ত সেটি সরকারিভাবে ঘোষণা করা হয়নি। বাকিরাও হাসপাতালে ভর্তি।
বাজি ব্যবসায়ী পিন্টু মণ্ডলের বাড়িতেই এই বিস্ফোরণ ঘটে। সেখানে মজুত থাকা বাজি থেকেই বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গেই আগুন লেগে যায়। বিস্ফোরণের তীব্রতায় বাড়ি ভেঙ্গে চুরমার হয়ে যায়। বাড়ির মধ্যে ছিলেন গৃহকর্তা পিন্টু মণ্ডল, শুভঙ্করী সর্দার ও ভক্তি সর্দার। তিনজনেই আগুনে ঝলসে গিয়েছেন।
হাসপাতালের সূত্রে জানা গিয়েছে, পিন্টু মণ্ডলের শরীরে প্রায় ১০০ শতাংশই পুড়ে গিয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, দুপুর সওয়া ১২টা নাগাদ গ্রামবাসীরা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। প্রথম দিকে বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ। গ্রামবাসীদের দাবি, বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লেগে যায়। বাড়িতে বাজি মজুত থাকায় সম্ভবত বিস্ফোরণ ঘটে।