নিউজ ডেস্ক: মালদার চাঁচলে আমবাগানে পুড়িয়ে দেওয়া মহিলার পরিচয় শনিবার জানতে পেরেছে পুলিশ। ঘটনাস্থলের কিছুটা দূরের জলাশয় থেকে একটি ব্যাগ খুঁজে পায় তদন্তকারীরা। যার মধ্যে আধার আর ভোটার কার্ড ছিল।
শুক্রবার ওই অজ্ঞাত পরিচয় মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। যার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনা চাঁচল থানার মালতীপুর কালীবাড়ি এলাকার। স্থানীয় বাসিন্দারা মহিলার দেহ দেখতে পান। এরপর পুলিশে খবর দেওয়া হলে তারাই এসে দেহ উদ্ধার করে। তখনও ওই মহিলার নাম-ধাম জানতে পারেনি তদন্তকারীরা।
ঘটনাস্থল থেকে আগেই উদ্ধার হয়েছিল রক্তমাখা ছুরি, নাকছাবি, হার ইত্যাদি। এবাত ব্যাগ উদ্ধারের পর নাম-পরিচয় জানতেই পরিবারকে খবর দেওয়া হয়। পরিবারের সদস্যরা চাঁচল থানায় যায়। এক বৃদ্ধ জানান, মৃতা তাঁরই সন্তান।
পুলিশ সূত্রে খবর, চাঁচল থানার দক্ষিণ শহর এলাকায় মৃতার বাপের বাড়ি। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানা এলাকায় তাঁর বিয়ে হয়েছিল বছর দশেক হতে চলল। বেশ কয়েক বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় ওই মহিলার। সন্তানও আছে দু’টি। বাপের বাড়ির লোকজনের দাবি, প্রাক্তন জামাইয়ের সঙ্গে তাঁদের কোনও যোগাযোগ নেই।
শুক্রবার পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশন থেকে এই ঘটনায় আবু তাহের নামে একজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তদন্তকারী অফিসাররা প্রাথমিক ভাবে মনে করছে ওই অভিযুক্তর সঙ্গে মৃতার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাঁদের মধ্যে কোনও ঝামেলার থেকেই এই খুনের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও সেই ব্যক্তির সঙ্গেও কোনও যোগাযোগ নেই বলেই দাবি করেছে মৃতার বাপের বাড়ি।