নিউজ ডেস্ক: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর যত অত্যাচার বাড়ছে, ততই সেখান থেকে পালিয়ে ভারতে আশ্রয়ের প্রবণতা বাড়ছে। অনুপ্রবেশের অভিযোগে ধরাও পড়ছে অনেকে। যা দেখে বিশেষজ্ঞরা বলছেন, সীমান্তে কাঁটাতারের অভাবেই অনুপ্রবেশকারীদের অবাধ যাতায়াত। যার সুযোগ নিচ্ছে জঙ্গিরাও। যে কারণে চিন্তা বাড়াচ্ছে, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনার কাঁটাতার বিহীন এলাকাগুলি। বাংলাদেশ লাগোয়া, নদিয়ার রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত হাঁসখালি, ধানতলা, গাঙনাপুরের প্রায় ৮ কিলোমিটার সীমান্ত এখনও কাঁটাতার বিহীন।
অনুপ্রবেশের ক্ষেত্রে গোয়েন্দাদের কাছে আশঙ্কা বাড়ায় কাঁটাতার বিহীন যে এলাকাগুলো রয়েছে। যেমন নদিয়ার রামনগরের কুমারী এলাকা। যেখানে একাংশের এলাকায় নেই কাঁটাতার। কারণ হিসেবে জানা যাচ্ছে, এখানে বেশকিছু গ্রাম রয়েছে। তাই কাঁটাতার দেওয়াতে সমস্যা। রানাঘাট পুলিশ জেলা সূত্রে দাবি, চলতি বছরে বাংলাদেশ থেকে আসা ৩০০ জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। রুজু হয়েছে ৮০টি মামলা।