নিউজ ডেস্ক: মণিপুরে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে গ্রেফতার হয়েছে নিষিদ্ধ ঘোষিত উগ্ৰপন্থী সংগঠন ‘পিপলস রেভলিউশনারি পার্টি অব কাংলেইপাক’ (প্রিপাক)-এর দুই সক্ৰিয় ক্যাডার। এর সঙ্গে উদ্ধার করা হয়েছে বহু অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ।
আজ সোমবার রাজ্য পুলিশের সদর দফতর সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে রবিবার রাতে নিরাপত্তা বাহিনীকে নিয়ে মণিপুর পুলিশ ইমফল পশ্চিম জেলার সাঙ্গাইপ্রৌ মামাং লেইকাই এলাকায় অভিযান চালিয়ে প্রিপাক-এর দুই সক্রিয় ক্যাডারকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের লেইশাংথেম নেপোলিয়ন মেইতেই (৩৫) এবং থোকচম আমুজাও সিং (৩৩) বলে শনাক্ত করা হয়েছে।
গ্রেফতারের সময় পুলিশ দুজনের হেফাজত থেকে বহু অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ সহ তিনটি মোবাইল ফোনের হ্যান্ডসেট, ১২টি তোলা আদায়ের ডিমান্ড নোট, একটি চার চাকার গাড়ি।