নিউজ ডেস্ক: উত্তর প্রদেশের সম্ভলে গাড়ির ধাক্কায় মৃত্যু হল একটি মোটরবাইক আরোহীর। ধাক্কা মারার পর ওই গাড়িটি টেনেহিঁচড়ে নিয়ে যায় বাইক আরোহীকে, এই ঘটনা চাউর দিতেই মৃতের পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখাতে থাকেন।
সম্ভলের এসিপি শিরীষ চন্দ্র বলেছেন, খবর পাওয়া মাত্রই ঘাতক গাড়িটির খোঁজ চলে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হবে, আপাতত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে পুলিশ।