নিউজ ডেস্ক: রবিবার রাতে হাওড়া বর্ধমান (প্রধান) শাখার অন্তর্গত মেমারি রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় দুই মহিলার মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মহিলাদের নাম ঝর্ণা ভূঁইয়া (৪০) ও পাখি ভূঁইয়া (৩৮)।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাঁকুড়া জেলার খাতরা থেকে এক শিশু সহ ছয়জন হুগলি জেলায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। বাঁকুড়া-মশাগ্রাম শাখার মশাগ্রাম স্টেশনে নেমে তাঁরা সড়কপথে মেমারি স্টেশনে যান। এরপর মেমারি স্টেশনে টিকিট না কেটে ওভারব্রিজে উঠে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় শিশুসহ চারজন প্ল্যাটফর্মে উঠলেও বাকি দুই মহিলারেল ট্রাক থেকে প্লাটফর্মে উঠতে পারেননি। সেই সময়ে এক নম্বর প্ল্যাটফর্মে আসা আপ হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস দুই মহিলাকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে মেমারি স্টেশনে কর্তব্যরত আরপিএফ এবং জিআরপি কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।