নিউজ ডেস্ক: প্রয়াত হয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। রবিবার নিজের বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কার্টার। তিনি ছিলেন আমেরিকার ৩৯-তম মার্কিন প্রেসিডেন্ট। শান্তির জন্য পেয়েছিলেন নোবেল প্রাইজও।
আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি জিমি কার্টারের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, “আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি জিমি কার্টারের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। মহান দূরদর্শী একজন রাষ্ট্রনায়ক, তিনি বিশ্ব শান্তি ও সম্প্রীতির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। শক্তিশালী ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র গড়ে তুলতে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা।”