নিউজ ডেস্ক: সোমবার জম্মু ও কাশ্মীরের উধমপুরের চবুতরা বাজারে শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ড। জানা গেছে, এই আগুনে একটি গাড়ি এবং একটি হার্ডওয়্যারের দোকান পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বলে জানা যাচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি খুঁটিতে শর্টসার্কিট হতে পারে, এমন সম্ভাবনার কথা বিদ্যুৎ বিভাগকে আগে বহুবার জানানো হলেও, বিদ্যুৎ দফতর বিষয়টিতে গুরুত্ব দেয়নি। স্থানীয়দের সেই শঙ্কাই সত্যি করে এদিন সেই খুঁটিতে আগুন লেগে যায়। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি দোকানে। একটি গাড়িও পুড়ে যায়।