নিউজ ডেস্ক: পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের বাদশাহী রোড এলাকায় এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল সোমবারের সকাল। বাড়ির একটি ঘর থেকে উদ্ধার হল মা ও তার তিন বছরের শিশুকন্যার ঝুলন্ত মৃতদেহ। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
মৃত মহিলার নাম মামনি সাউ বর্মন (৩০) এবং শিশুকন্যার নাম প্রজ্ঞা বর্মন (৩)। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার স্বামী প্রভাঞ্জন বর্মন বর্ধমানে রেলে কর্মরত ছিলেন এবং রবিবার রাতে তার নাইট ডিউটি ছিল। সেই সুযোগে মামনি ও তার কন্যা আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান।
স্থানীয় সূত্রে জানা যায়, মামনি সাউ বর্মন তার স্বামী ও কন্যাকে নিয়ে বাদশাহী রোড এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। তাদের আদি বাড়ি দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমায়।
সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছে বর্ধমান থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। একই সঙ্গে প্রভাঞ্জন বর্মনকে আটক করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দা অলক সাম বলেন, “রবিবার রাতে মা ও মেয়ে আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে, কিন্তু এর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।”
এই ঘটনা ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা রয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, পারিবারিক অশান্তি বা অন্য কোনো কারণ থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখার জন্য জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তের ভিত্তিতে কিছু সূত্র পাওয়া গেছে। তবে পুরো ঘটনার প্রকৃত কারণ জানার জন্য সময় লাগবে।