নিউজ ডেস্ক: উত্তর কলকাতার স্টার থিয়েটারের নাম বদল হতে চলেছে। নতুন বছরের প্রথম দিন থেকেই নটি বিনোদিনী থিয়েটার হিসেবেই তা শোভা বর্ধন করবে। সোমবার সরকারিভাবে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমকে এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি। উল্লেখ্য, এই থিয়েটারের সঙ্গে ওতঃপ্রোতভাবে নাম জড়িয়ে রয়েছে নটী বিনোদিনীর। নট্ট কোম্পানির তরফে পরবর্তীতে এই যাত্রাপালা গ্রামবাংলায় প্রবল আলোড়ন তুলতে সচেষ্ট হয়েছে। নারীজীবনের করুণ প্রেক্ষাপটের কাহিনী। দেড়শো বছর আগের ঘটনা। তৎকালীন সময়েই নটী তথা বারবণিতাদের জীবনগাঁথা নিয়েই মূলতঃ ওই কাহিনী রচিত। মহেন্দ্রলাল গুপ্তের নির্মিত স্টার থিয়েটারের মঞ্চে রামকৃষ্ণ পরমহংসদেবের ও নটী বিনোদিনীর পালা’তে অভিনয় প্রশংসিত। ১৯৯৯ তে এই নাট্যপালা – নটী বিনোদিনী’তে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত পাঁজা অভিনয় করেছেন। ৩২ জন আইনজীবীকে নিয়ে গড়ে তোলা হয় – কলকাতা হাইকোর্ট আ্যডভোকেট ড্রামা এ্যসোসিয়েশন। ২০৫ রজনী কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ও সুদূর আমেরিকা ও লন্ডনেও অভিনীত হয়েছে নটী বিনোদিনী। সোমবার এ প্রসঙ্গে গুর্মুখ রায় চরিত্রের অভিনেতা অঞ্জন কুমার দত্ত বলেন, অজিত পাঁজা অভিনীত যাত্রাপালার দুশোতম রজনীতে রবীন্দ্র সদনে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সশরীরে উপস্থিতিতে রামকৃষ্ণ চরিত্রে তাঁর অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন।