নিউজ ডেস্ক: গত শনিবার রাত ও রবিবার সকালে বারাসতের হৃদয়পুরে বস্তাবন্দি মানুষের দেহাংশ উদ্ধার হয়। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও মাথার হদিস মেলেনি। আর এ জন্য সোমবার দিনভর পুকুরে ডুবুরি নামিয়ে, জাল ফেলে চলে তল্লাশি। আর এই ঘটনায় ‘সুপারি কিলার-এর গন্ধ পাচ্ছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দেহের প্রমাণ লোপাটের জন্য মাথা এই পুকুরে ফেলা হয়নি। আর এই এলাকার অবস্থান নিয়েও চিন্তিত পুলিশ। আর এক্ষেত্রে তাদের ভরসা কাটা হাতে থাকা জামার টুকরো ও সিসি ক্যামেরার সংগ্রহ করা বিভিন্ন ফুটেজ। পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে।