নিউজ ডেস্ক: নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে দিল্লি পুলিশ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। বড় বাজারগুলিতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ কর্মী। রাজীব চক মেট্রো স্টেশনের এক্সিট গেটও রাত ৯টা থেকে বন্ধ থাকবে। যদিও শেষ মেট্রো ছাড়ার আগে পর্যন্ত ওই স্টেশনে যাত্রীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। নববর্ষের সন্ধ্যায় যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভিড় সামাল দিতেই এই সিদ্ধান্ত বলে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে।
নতুন দিল্লিকে দু’টি জোনে ভাগ করা হয়েছে। জোন ১-এ রয়েছে পার্লামেন্ট স্ট্রিট এবং কনট প্লেস, অন্যদিকে জোন ২-এ রয়েছে চাণক্য পুরি, বারাখাম্বা রোড এবং তুঘলক রোড। শহর জুড়ে মোট ৬৪৮ জন পুলিশ কর্মী, ১০০ জন হোমগার্ড জওয়ান এবং ১১ কোম্পানি সিএপিএফ মোতায়েন করা হয়েছে।