নিউজ ডেস্ক: মঙ্গলবার হায়দরাবাদের জিএমসি বালাযোগী স্টেডিয়ামে সন্তোষ ট্রফি জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বত্রিশ বারের চ্যাম্পিয়ন বাংলা সাতবারের চ্যাম্পিয়ন কেরালার সাথে মুখোমুখি হবে।
এই নিয়ে বাংলা ৪৭তম ফাইনাল খেলবে এবং কেরালা ১৬ তম ফাইনাল খেলবে। আর সন্তোষ ট্রফির চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এই দুটি দল ৩২ বার একে অপরের মুখোমুখি হয়েছে, তার মধ্যে বাংলা ১৫টি জয় নিয়ে শীর্ষে আছে। কেরালা নয়বার জিতেছে। আর আটটি ম্যাচ ড্র হয়েছে।
বাংলার কোচ সঞ্জয় সেন বলেছেন,”আমরা অতীতে ৩২বার টুর্নামেন্ট জিতেছি, কিন্তু সন্তোষ ট্রফি এখন অনেক বড় টুর্নামেন্ট যা এতে অংশগ্রহণকারী রাজ্যের সংখ্যার দিক থেকে। আমি অতীতের অর্জনগুলিকে ছোট করতে চাই না, তবে আমি মনে করি যে এটি এখন জেতা আরও কঠিন।”
এদিকে কেরালার কোচ বিবি থমাস মুত্তাথ বলেছেন, সন্তোষ ট্রফি তাদের কাছে বিশ্বকাপের মতো। তিনি বলেছেন, “ফাইনালে পৌঁছে ছেলেরা দুর্দান্ত কিছু করেছেl এবার ছেলেরা তার চেয়েও ভালো কিছু করে দেখাক এই প্রত্যাশাই করি।”