নিউজ ডেস্ক: কালচক্র অতিক্রম করে পেরিয়ে গেল আরও একটি বছর, ২০২৪। বিদায়ী এক বছরে সহস্রাধিক খবরের মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের বহু খবরও সংবাদ শিরোনাম দখল করেছে। ২০২৪-এর ফ্ল্যাশব্যাকে অপরাধজনিত, জঙ্গি কাৰ্যকলাপ বাল্যবিবাহ সম্পর্কিত কয়েকটি খবর, যেগুলো স্মৃতিতে অমোঘ হয়ে আছে সেগুলো ক্রমান্বয়ে তুলে ধরার চেষ্টা করছি আমরা…
করিমগঞ্জ (অসম), ৯ জানুয়ারি (হি.স.) : রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর ডিআইজি পার্থসারথি মহন্ত এবং করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাজেয়াপ্ত ১০০ কোটি টাকার হেরোইন, ইয়াবা ট্যাবলেট এবং বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করেছে পুলিশ। মাদক পাচারের অভিযোগে গ্রেফতার এক মহিলা সহ চারজন যথাক্রমে পাথারকান্দির বাসিন্দা নুর আহমেদ, মিজোরামের বাসিন্দা জোসাংলিয়ানি, লালচামলিয়ানি এবং রমঙ্গেকা।
আগরতলা, ৯ জানুয়ারি (হি.স.) : ধলাই জেলার অন্তর্গত আমবাসার বেতবাগান এলাকায় পুলিশের অভিযানে উদ্ধার ১.৪১ কোটি টাকার গাঁজা।
গোলাঘাট (অসম), ১০ জানুয়ারি (হি.স.) : গোলাঘাট জেলার অন্তর্গত জামুগুড়িতে পুলিশের অভিযানে উদ্ধার প্ৰায় তিন কোটি টাকার হেরোইন। মাদক পাচারের অভিযোগে গ্রেফতার সোনারির বাসিন্দা নাজিম শেখ।
ইমফল, ১০ জানুয়ারি (হি.স.) : বিষ্ণুপুর এবং চূড়াচাঁদপুর জেলার সীমান্তবর্তী গ্রামে দফায় দফায় গোলাগুলির ঘটনায় চার জনের মৃত্যু। নিহতরা যথাক্রমে ওইনাম রোমেন মেইতেই (৪৫), আহানথেম দারা মেইতেই (৫৬), থৌদাম ইবোমচা মেইতেই (৫৩) এবং থৌদাম আনন্দ মেইতেই (২৭)। তাঁদের মধ্যে দুজন একই পরিবারের, আহানথেম ও তার ছেলে আনন্দ। গ্ৰামের শতাধিক বাসিন্দাকে অন্যত্র স্থানান্তর নিরাপত্তা বাহিনীর।
আইজল, ১৩ জানুয়ারি (হি.স.) : মিজোরামের চামরাই জেলার অন্তর্গত মায়ানমার সীমান্তবর্তী জোখাওথা গ্রাম থেকে ৫.৬৩ কোটি টাকার ড্রাগস ও বিদেশি সিগারেট বাজেয়াপ্ত আসাম রাইফেলস এবং কাস্টমস বিভাগের।
ইমফল, ১৭ জানুয়ারি (হি.স.) : মণিপুরে আসাম রাইফেলস-এর অভিযানে ৮.৪০ কোটি টাকার আটটি বাৰ্মিজ সুপারি বোঝাই ট্ৰাক বাজেয়াপ্ত।
ইমফল, ১৭ জানুয়ারি (হি.স.) : মণিপুরের তেংনোপাল জেলার অন্তৰ্গত ভারত-মায়ানমার সীমান্তবর্তী তেংনোপাল জেলাধীন মোরে শহর সংলগ্ন সিকিম গ্রাম এবং কানানভেঙে সংগঠিত নিরাপত্তা বাহিনীর ওপর সন্দেহজনক সশস্ত্র কুকি জঙ্গিদের অতৰ্কিত মৰ্টার-হামলায় শহিদ দুই জওয়ান এবং ঘায়েল দুই জওয়ান।
ইমফল, ১৯ জানুয়ারি (হি.স.) : মণিপুরে সশস্ত্র জঙ্গি হামলায় পাঁচ জন সাধারণ নাগরিকের মৃত্যু এবং জখম তিন।
ইমফল, ২২ জানুয়ারি (হি.স.) : মণিপুরে পুলিশি অভিযানে উদ্ধার ২.৬ কোটি টাকার হেরোইন। মাদক পাচারে জড়িত অভিযোগে গ্রেফতার সহিদুর এবং সমীর খান।
গুয়াহাটি, ২৪ জানুয়ারি (হি.স.) : গুয়াহাটিতে স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে ১২ কোটি টাকার গাঁজা উদ্ধার। গাঁজা পাচারের অভিযোগে লখিমপুর জেলার অন্তর্গত বিহপুরিয়ার বাসিন্দা রাজু শর্মা (৪৬) এবং কাছাড় জেলার অন্তর্গত লক্ষ্মীপুরের বাসিন্দা বিশ্বজিৎ দাস (২৯) নামের দুজন গ্রেফতার।
ইমফল, ২৭ জানুয়ারি (হি.স.) : ইমফল পূর্ব ও কাংপোকপির দুটি স্থানে বিবদমান দুই গোষ্ঠীর মধ্যে সংঘটিত সহিংসতায় হত এক এবং আহত চার।
আইজল, ৩১ জানুয়ারি (হি.স.) : মিজোরামে আসাম রাইফেলস-এর পৃথক দুটি অভিযানে ৩০.১৭ কোটি টাকার মাদকদ্রব্য। এর সঙ্গে গ্রেফতার দুই ব্যক্তি।
আইজল, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : মিজোরামে ৩১.১১৫ কোটি টাকা মূল্যের ১০.৩৮৫ কিলোগ্ৰাম মাদক ‘ক্রিস্টাল মেথ’ সমেত গ্রেফতার এক মহিলা সহ দুজন। ধৃতরা লেংপুই এলাকার বাসিন্দা জনৈক জেডডি লালভুঙ্গার মেয়ে মালসাওমজুয়ালি (৩৮) এবং একই এলাকার বাসিন্দা লালথলামুয়ানার ছেলে লালচান্দামা (১৯)।
আগরতলা, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রিপুরায় নিয়োজিত ১০৯ ব্যাটালিয়ন বিএসএফ-এর জওয়ানরা রাজ্যের দক্ষিণ জেলার অন্তর্গত সমরগঞ্জ থেকে ২৩ জন বাংলাদেশি পাচারকারীর হেফাজত থেকে ৬,২৫০ কেজি চিনি উদ্ধার করেছে।
করিমগঞ্জ (অসম), ৬ ফেব্রুয়ারি (হি.স.) : করিমগঞ্জে পুলিশি অভিযানে উদ্ধার পাঁচ কোটি টাকার হেরোইন। এর সঙ্গে গ্রেফতার করিমগঞ্জ জেলার অন্তর্গত কালিগঞ্জের খাগাইল গ্রামের কয়েজ আহমেদ এবং মেহবুব হুসেইন।
আইজল, ১০ ফেব্রুয়ারি (হি.স.) : মিজোরামের চামফাই জেলায় আসাম রাইফেলস-এর অভিযানে উদ্ধার ১.৭৫ কোটি টাকার মাদকদ্রব্য।
বাজারিছড়া (অসম), ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : পাথরের চিপস বোঝাই ১৬ চাকার লরি থেকে প্রায় দেড় কোটি টাকার নিষিদ্ধ কফ সিরাপ ফেন্সিডাইল উদ্ধার করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজারিছড়া থানাধীন অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্ত চুড়াইবাড়িতে।
ইমফল, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : মণিপুরের কাকচিং জেলায় সশস্ত্ৰ কুকি দুৰ্বৃত্তদের বন্দুক হামলায় জখম বিএসএফ-এর ১৩৬ ব্যাটালিয়নের হেড কনস্টেবল হিমাচল প্রদেশের বাসিন্দা সোম দত্ত (৪৫)।
লামডিং (অসম), ২২ ফেব্রুয়ারি (হি.স.) : লামডিঙে পুলিশের গুলিতে জখম ড্রাগস-মাফিয়া আব্দুল আলি ওরফে আবুল হুসেন।
শিলচর (অসম), ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : দক্ষিণ অসমের কাছাড় জেলায় পৃথক পৃথক স্থানে আসাম রাইফেলস ও পুলিশ পরিচালিত অভিযানে বাজেয়াপ্ত ২.৯৪ কোটি, ২৭.৩০ লক্ষ সহ মোট ২৪ কোটি টাকার মাদক দ্রব্য উদ্ধার। এর সঙ্গে গ্রেফতার করা হয় তিন মাদক পাচারকারীকে।
লামডিং (অসম), ২২ ফেব্রুয়ারি (হি.স.) : লামডিঙে পুলিশের গুলিতে জখম ড্রাগস-মাফিয়া আব্দুল আলি ওরফে আবুল হুসেন। পুলিশ ও ড্ৰাগস-মাফিয়া এবং তার পরিবারের সদস্যদের মধ্যে সংগঠিত সংঘৰ্ষে জখম পুলিশের এক জওয়ান। এ ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার দুই মহিলা সহ চার দুষ্কৃতী।
আগরতলা, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : পশ্চিম ত্রিপুরা জেলার সিধাই মোহনপুর থানার অধীন বিজয়নগর এলাকায় আসাম রাইফেলস–এর জওয়ানদের হাতে উদ্ধার ১,০২৪ কেজি ওজনের প্রায় চার কোটি টাকার গাঁজা।
ইমফল, ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : মণিপুরের ইমফল পূর্ব জেলায় এদিন সন্ধ্যারাত প্ৰায় ৬:৫০টায় অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন)-এর গাড়িকে লক্ষ্য করে গুলি বর্ষণ সশস্ত্র জঙ্গিদের। দুর্বৃত্তদের গুলিতে জখম অতিরিক্ত পুলিশ সুপার এম অমিত সিং, তাঁর দুই এসকর্ট খুলেমবাম বিক্রম সিং এবং মেইত্রেম প্রশান্ত সিং।
ইমফল, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : আধাসেনার অভিযানে উদ্ধার মণিপুরে সশস্ত্র হামলাবাজদের হাতে অপহৃত ইমফল পশ্চিমের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সহ তিনজন।
শিলং, ১ মাৰ্চ (হি.স.) : মেঘালয়ের পূর্ব খাসিপাহাড় জেলায় বিএসএফ এবং চোরাকারবারির মধ্যে সংঘর্ষে মৃত্যু এক চোরাকারবারির। আহত তিন বিএসএফ জওয়ান সহ চারজন।
শিলং, ৪ মাৰ্চ (হি.স.) : রি-ভোই জেলায় পুলিশের অভিযানে বাজোপ্ত ২০ কোটি টাকার ৪,৭৫০ কেজি গাঁজা।
আইজল, ৪ মাৰ্চ (হি.স.) : মিজোরামের চামফাই জেলায় আসাম রাইফলস, কাস্টমস আধিকারিকদের অভিযানে উদ্ধার প্রায় ৭.১০ কোটি টাকার হেরোইন এবং প্রায় ২২.৯৫ লক্ষ টাকার ২০০ কাৰ্টুন বিলাতি মদ। এদিন আসাম রাইফেলস এবং মিজোরাম পুলিশের সিআইডি-র পৃথক অভিযানে প্ৰায় ৪৯.৫৭ লক্ষ টাকার ৭ বস্তা নিষিদ্ধ গাঁজা উদ্ধার। গ্রেফতার এক।
আইজল, ৪ মাৰ্চ (হি.স.) : মিজোরামের চামফাই জেলায় আসাম রাইফেলস-এর অভিযানে উদ্ধার ৬.৫৫ কোটি টাকার হেরোইন।
ইমফল, ৮ মাৰ্চ (হি.স.) : নিরাপত্তা বাহিনীর অভিযানে অক্ষত উদ্ধার অপহৃত ভারতীয় সেনা বাহিনীর জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) কনসাম খেদা সিং।
চুড়াইবাড়ি (ত্রিপুরা), ১০ মাৰ্চ (হি.স.) : বাগবাসায় ৫ কোটি টাকার মাদক ইয়াবা ট্যাবলেট সহ অসমের বাসিন্দা তিনজনকে গ্রেফতার। ধৃতরা দক্ষিণ অসমের করিমগঞ্জ জেলার রানিবাড়ি গ্রামের বাসিন্দা আব্দুল মাতাব ও জনাব আলি এবং রাতাবাড়ির বুরহান উদ্দিন।
বাজারিছড়া (অসম), ১৬ মাৰ্চ (হি.স.) : প্রায় ৬.৫ কোটি টাকার নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করিমগঞ্জ (অধুনা শ্রীভূমি) জেলার অন্তর্গত ত্রিপুরা সীমান্তবর্তী চুরাইবাড়িতে। গ্রেফতার মধ্যপ্রদেশের অশোকনগরের বাসিন্দা তথা লরি চালক রবি শর্মা এবং পাথারকান্দির (অসম) কলকলিবস্তির সুশীল শুক্লবৈদ্য।
করিমগঞ্জ (অধুনা শ্রীভূমি / অসম), ৩১ মাৰ্চ (হি.স.) : জেলার অন্তর্গত গিরীশগঞ্জ ওয়াচ পোস্ট পুলিশের অভিযানে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী উলুকান্দির হামিদপুর এলাকায় এক কোটি টাকার বেশি মূল্যের নেশাজাতীয় কফ সিরাপ ফেন্সিডাইল সহ গ্রেফতার জনৈক মইন উদ্দিন নামের মাদক কারবারি।
শিলচর (অসম), ৪ এপ্রিল (হি.স.) : ২১০ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত কাছাড়ের জেলা সদর শিলচরে। হেরোইন পাচারের অভিযোগে গ্রেফতার এক।
ইমফল, ১৬ এপ্রিল (হি.স.) : ইউকেএনএ নামের এক সংগঠনের গুলিবর্ষণ ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত কয়েকটি তেলবাহী ট্যাংক।
ইমফল, ২০ এপ্রিল (হি.স.) : ৪০০ কেভি পিজিসিআিএল-এর টাওয়ার ধ্বংস কেআরএ (কুকি) জঙ্গিদের।
ইমফল, ২৩ এপ্রিল (হি.স.) : মণিপুরের কাংপোকপিতে কেআরএ (কুকি) জঙ্গিদের তিনটি শক্তিশালী আইইডি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ২ নম্বর জাতীয় সড়ক ও সেতু।
শিলচর (অসম), ২ মে (হি.স.) : দক্ষিণ অসমের বরাক উপত্যকার কাছাড় জেলার অন্তর্গত সোনাইয়ে আসাম রাইফেলস-এর অভিযানে উদ্ধার ৪.০৪ কোটি টাকার হেরোইন।
শিলচর (অসম), ১০ মে (হি.স.) : কাছাড়ের ধলাই থানাধীন চান্নিঘাট এলাকায় পৃথক পৃথক অভিযানে প্রায় সাত কোটি টাকার হেরোইন সহ তিন মাদক কারবারি গ্রেফতার।
বদরপুর (অসম), ১৫ মে (হি.স.) : করিমগঞ্জ (শ্রীভূমি) জেলার অন্তর্গত বদরপুরে পুলিশের অভিযানে বাজেয়াপ্ত একটি লরি সহ প্রায় দশ কোটি টাকা মূল্যের হেরোইন। গ্রেফতার এংলাবাজার এলাকার বাসিন্দা সিহাব উদ্দিন।
করিমগঞ্জ ((অধুনা শ্রীভূমি / অসম), ১৬ মে (হি.স.) : জেলা পুলিশের অভিযানে উদ্ধার প্রায় ৪০ কোটি টাকার মাদক ইয়াবা ট্যাবলেট। গ্রেফতার পাথারকান্দি থানা এলাকার জনৈক সেলিম উদ্দিন ওরফে আবদুল্লা নামের মাদক পাচারকারী।
জোয়াই (মেঘালয়), ২১ মে (হি.স.) : মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলা পুলিশের অভিযানে বাজেয়াপ্ত ৫.৫ কোটি টাকার হেরোইন। গ্ৰেফতার শিলঙের মাদানরটিং-এর বাসিন্দা ৩৯ বছর বয়সি লালাবিয়াকডিক ভাইফেই নামের এক মাদক পাচারকারী।
গুয়াহাটি, ১৩ মে (হি.স.) : গুয়াহাটি রেলস্টেশনে ‘আল কায়দা’র ভ্রাতৃ সংগঠন ‘আনসার-উল্লাহ বাংলা টিম’ (এবিটি)-এর দুই জিহাদি বাহার মিয়াঁ এবং রাসেল মিয়াঁ গ্রেফতার। তারা গুজরাট থেকে শিলচর যাচ্ছিল।
ইমফল, ১৮ মে (হি.স.) : অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ রাজ্যের উদীয়মান ডিজাইনার লাইশ্রাম কুমারজিৎ।
শিলচর (অসম), ২৩ মে (হি.স.) : কাছাড় জেলা সদর শিলচরে ঘুংগুর বাইপাসে অভিযান চালিয়ে ছয় কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার পুলিশের। এর সঙ্গে তিন মাদক পাচারকারী যথাক্ৰমে কাছাড় জেলার জিরিঘাট লালপানির নিজাম উদ্দিন (৫৬), জিরিঘাট রামগোজামগের ডিমডুয়ানলুং রংমাই (৫০) এবং শিলডুবির কামাল উদ্দিন (৫০) গ্রেফতার।
আইজল, ২৭ মে (হি.স.) : মিজোরামের আইজলে পুলিশের অভিযানে উদ্ধার ০১ কোটি ০৬ লক্ষ ৪১ হাজার টাকা মূল্যের ৩.৫৪৭ কেজি হেরোইন। মাদক পাচারের অভিযোগে গ্ৰেফতার মায়ানমারের এক নাগরিক সিটি লিয়ানা।
করিমগঞ্জ ((অধুনা শ্রীভূমি / অসম), ১ জুন (হি.স.) : দক্ষিণ অসমের করিমগঞ্জ (শ্ৰীভূমি) এবং কাছাড়ের ধলাইয়ে পুলিশের পৃথক অভিযানে ১০.১৪ কোটি টাকার মাদকদ্ৰব্য উদ্ধার। গ্ৰেফতার সাত।
জিরিবাম (মণিপুর), ৮ জুন (হি.স.) : মণিপুরের জিরিবামে একটি পুলিশ ফাঁড়ি এবং নাগরিকদের বাড়িঘরে জঙ্গিদের অগ্নিসংযোগ। হতাহত নেই।
জিরিবাম (মণিপুর), ৮ জুন (হি.স.) : সশস্ত্র জঙ্গিদের হাতে নৃশংসভাবে খুন জিরিবামের মংবুংখুল গ্রামের ৫৯ বছর বয়সি জনৈক সইবাম শরৎকুমার সিং। জিরিবাম জেলা সদরে জিরি স্পোর্টস কমপ্লেক্সের ত্রাণ শিবিরে লামতাই খুনউ, দিবং খুনউ, নুনখাল, বেগরা এবং মংবুংখুল গ্রামের ২০০ জনের বেশি মেইতেই জনগোষ্ঠীয় পুরুষ-মহিলা সহ শিশুদের স্থানান্তর করা হয়েছে।
আগরতলা, ৯ জুন (হি.স.) : সিপাহিজলার কলমচৌড়ায় বিএসএফ-জওয়ানদের গুলিতে মৃত্যু এক বাংলাদেশি পাচারকারীর। মৃত চোরাকারবারি বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত মিরপুরের ওয়ার্ড নম্বর ৫-এর বাসিন্দা জনৈক চিরু মিয়াঁর বছর ৩৫-এর ছেলে আনোয়ার হোসেন।
ইমফল, ১০ জুন (হি.স.) : জিরিবাম যাওয়ার পথে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের অ্যাডভান্স সিকিউরিটি কনভয়ে গুলি হামলা কুকি জঙ্গিদের। এতে আহত এক নিরাপত্তা কর্মী।
ধৰ্মনগর (ত্রিপুরা), ১০ জুন (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার দামছড়া পুলিশের অভিযানে উদ্ধার প্রায় ২৫ কোটি টাকার ২.২১২ কেজি হেরোইন। এর সঙ্গে গ্রেফতার সোনামুড়া থানাধীন কুলোবাড়ি গ্ৰামের বাসিন্দা প্রয়াত আলকাস মিয়াঁর বছর ৩৫-এর ছেলে শহিদুল রহমান।
করিমগঞ্জ (অধুনা শ্রীভূমি / অসম), ১২ জুন (হি.স.) : বদরপুর থানাধীন লামাজুয়ারে পুলিশ সুপার পাৰ্থপ্ৰতিম দাস এবং এসটিএফ-এর আইজিপি পাৰ্থসারথি মহন্তের অভিযানে ৬৬ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত। মাদক পাচারের অভিযোগে ত্ৰিপুরার বাসিন্দা খাইরুল হুসেন, মামুন মিঞা এবং নবীর হুসেন গ্ৰেফতার।
করিমগঞ্জ (অধুনা শ্রীভূমি / অসম), ১৪ জুন (হি.স.) : করিমগঞ্জ (অধুনা শ্ৰীভূমি) জেলার অন্তৰ্গত রাতাবাড়িতে দুই কোটি টাকার অচল দু-হাজারি নোট বদল করতে গিয়ে পুলিশের হাতে ব্যাংক ম্যানেজার সহ ধৃত সাত ব্যক্তি।
করিমগঞ্জ (অধুনা শ্রীভূমি / অসম), ১৬ জুন (হি.স.) : করিমগঞ্জ (অধুনা শ্ৰীভূমি)-এর পৃথক দুই স্থানে পুলিশ ও বিএসএফ-এর যৌথ অভিযানে প্রায় নয় কোটি টাকার মাদক ইয়াবা ট্যাবলেট এবং হেরোইন উদ্ধার। এর সঙ্গে মোট চারজন গ্রেফতার।
ইমফল, ২০ জুন (হি.স.) : মণিপুরের জিরিবামে পুলিশ চেকপোস্টে অগ্নিসংযোগ এবং পুলিশের ওপর সশস্ত্র জঙ্গি দলের গুলি হামলা। হতাহত নেই।
করিমগঞ্জ (অধুনা শ্রীভূমি / অসম), ১০ জুলাই (হি.স.) : জেলার পৃথক দুই স্থানে ভাঙ্গা এবং রাতাবাড়ি থানা এলাকায় যথাক্রমে তিন কোটি টাকা এবং প্রায় ৩০ কোটি সহ মোট ৩৩ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গ্রেফতার মোট তিনজন।
আইজল, ১২ জুলাই (হি.স.) : মিজোরামের খাজাওল শহরে রাজ্য পুলিশের অভিযানে প্রায় ৩২ কোটি টাকা মূল্যের ১০.০৭ লক্ষ মেথামফেটামিন ট্যাবলেট উদ্ধার। মাদক পাচারের অভিযোগে গ্রেফতার চাম্পাই ভেংসাং-এর বাসিন্দা লালরিন্টলুয়াঙ্গা।
ইমফল, ১৪ জুলাই (হি.স.) : মণিপুরের জিরাবাম জেলায় আধাসামরিক বাহিনীর গাড়িকে লক্ষ্য করে অতর্কিত হামলা সন্দেহভাজন কুকি জঙ্গিদের। অতর্কিত হামলায় মৃত্যুবরণ সিআরপিএফ-এর কনস্টেবল অজয়কুমার ঝা। একই ঘটনায় জখম জনৈক পুলিশকর্মী।
গুয়াহাটি, ১৪ জুলাই (হি.স.) : গুয়হাটির কটাবাড়ি এবং গোলঘাটে এসটিএফ-এর অভিযানে উদ্ধার ১৭.৪ কোটি টাকার ড্রাগস। গ্রেফতার দুই।
মরিগাঁও (অসম), ২৪ জুলাই (হি.স.) : মরিগাঁও-এর পূর্ব বরসলা পুলিশ ফাঁড়ির অন্তর্গত লাহরিপাম গ্রামে পরিচালিত অভিযানে প্রায় ১.৭০ কোটি টাকার মাদক হেরোইন বাজেয়াপ্ত। এর সঙ্গে আজমত আলি (৩৭) এবং আবদুল হাসেন (৫৫)-কে গ্রেফতার করে পুলিশ।
আইজল, ২৮ জুলাই (হি.স.) : মিজোরামের ভারত-মায়ানমার সীমান্তবর্তী চামফাইয়ে আসাম রাইফেলস-এর অভিযানে ৬১ কোটি টাকার মেথামফেটামিন ট্যাবলেট বাজেয়াপ্ত।
কাটিগড়া (অসম), ৪ আগস্ট (হি.স.) : কাছাড় জেলার কাটিগড়া থেকে প্রায় এক কোটি টাকার ২০ হাজার ইয়াবা সমেত এক পাচারকারী গ্রেফতার। ধৃত পাচারকারী কাটিগড়া তৃতীয় খণ্ডের মুস্তাক আহমেদ বড়ভুইয়াঁ।
করিমগঞ্জ (অধুনা শ্রীভূমি / অসম), ৯ আগস্ট (হি.স.) : করিমগঞ্জ (শ্ৰীভূমি) বাইপাসে রাজ্য পুলিশের এসটিএফ-এর আইজি পার্থসারথি মহন্ত এবং করিমগঞ্জ জেলার পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে উদ্ধার প্রায় ১১৫ কোটি টাকার ড্রাগস। ড্রাগস পাচারের অভিযোগে ফুজাইল আহমেদ, নইমুল হক, আতিকুর রহমান এবং জগজিৎ দেববর্মণ গ্রেফতার।
করিমগঞ্জ (অধুনা শ্রীভূমি / অসম), ১ সেপ্টেম্বর (হি.স.) : জেলার অন্তর্গত বদরপুর থানাধীন জালালপুরে পুলিশের অভিযানে উদ্ধার ৩০ কোটি টাকার মাদক ট্যাবলেট ইয়াবা। ইয়াবা পাচারের সঙ্গে জড়িত অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার আশরাফ আলি, আব্দুল হান্নান এবং প্রদীপ দাস।
ইমফল, ১ সেপ্টেম্বর (হি.স.) : মণিপুরের ইমফল পশ্চিম জেলার অন্তর্গত কাংচুপ অঞ্চলের কাউতরুক গ্ৰামে সন্দেহভাজন কুকি জঙ্গিদের গুলি হামলায় গুলিবিদ্ধ একজন অসামরিক মহিলা নাগরিক সুরবালা এনগাংবাম (৩১), তাঁর ১২ বছরের শিশু, একজন সাধারণ নাগরিক এবং দুই পুলিশ কর্মী।
ইমফল, ৭ সেপ্টেম্বর (হি.স.) : মণিপুরের বিষ্ণুপুর জেলার জনবসতি এলাকার দুটি স্থানে কুকি জঙ্গিদের দূরপাল্লার রকেট হামলায় ফিওয়াংবাম লেইকাইয়ের জনৈক আরকে রাবেই (৭৮)-এর মৃত্যু এবং অন্য ছয়জন সাধারণ নাগরিক আহত।
আইজল, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : আইজলে মিজোরাম পুলিশের স্পেশাল সিআইডি টিমের অভিযানে উদ্ধার ৬ কোটি ১৩ লক্ষ ৩৮ হাজার ২০০ টাকার মাদক মেথামফেটামিন ও হেরোইন। মাদক পাচারের অভিযোগে গ্রেফতার মায়ানমারের দুই নাগরিক লালথানসিয়ামা এবং জোরেমাওইয়া।
গুয়াহাটি, ৫ অক্টোবর (হি.স.) : ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ বা নিয়া)-র অভিযানে জইশ-ই-মহম্মদ-এর সঙ্গে জড়িত অভিযোগে গোয়ালপাড়া জেলার বিভিন্ন এলাকা থেকে ১০ জন মৌলবাদী গ্রেফতার।
করিমগঞ্জ (অধুনা শ্রীভূমি / অসম), ৭ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জ (শ্ৰীভূমি) জেলার অন্তর্গত বদরপুর পুলিশের অভিযানে কমপক্ষে ২ কোটি টাকার নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার। এর সঙ্গে গ্রেফতার করা হয় কাছাড় জেলাধীন কাটিগড়ার বাসিন্দা দিলোয়ার হোসেন চৌধুরীকে।
চুড়াইবাড়ি (অসম), ৮ অক্টোবর (হি.স.) : চুড়াইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশের হাতে প্রায় আট কোটি টাকার ড্রাগস সহ ধৃত দুই। ধৃতরা টিঙ্কু মালাকার ও সুজিত দেব। বাড়ি ত্রিপুরার কুমারঘাট থানাধীন বেতছড়ায়।
ধলাই (অসম), ৩ নভেম্বর (হি.স.) : কাছাড় জেলার ধলাই থানাধীন মিজোরাম সীমান্তবর্তী লায়লাপুরে পুলিশের অভিযানে উদ্ধার প্রায় সাত কোটি টাকার হেরোইন ও ইয়াবা ট্যাবলেট। এর সঙ্গে একজন গ্রেফতার।
ডিফু (অসম), ৫ নভেম্বর (হি.স.) : কারবি আংলঙে আট কোটি টাকার হেরোইন উদ্ধার পুলিশের।
ইমফল, ৯ নভেম্বর (হি.স.) : বিষ্ণুপুর জেলার অন্তৰ্গত সাইটন গ্রামে জঙ্গিদের গুলিতে জখম ৩৪ বছর বয়সি সাপাম সোফিয়া লেইমা নামের মহিলা-কৃষক।
ইমফল, ১০ নভেম্বর (হি.স.) : মহা রেজিমেন্ট, বিএসএফ এবং স্থানীয় পুলিশের যৌথ নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের মধ্যে সংগঠিত গোলাগুলিতে মহা রেজিমেন্টের জনৈক জওয়ান আহত।
ইমফল, ১১ নভেম্বর (হি.স.) : জিরিবাম জেলার অন্তর্গত বড়বেকরা মহকুমাধীন জাকুরাধর করোং-এ নিরাপত্তা বাহিনীর গুলিতে ধরাশায়ী ১০ জন সশস্ত্র কুকি জঙ্গি। পাশাপাশি জঙ্গিদের গুলিতে ঘায়েল সিআরপিএফ-এর জওয়ান কনস্টেবল সঞ্জীব কুমার।
ইমফল, ১২ নভেম্বর (হি.স.) : জিরিবাম জেলায় উদ্ধার দুই বৃদ্ধ যথাক্ৰমে লাইশ্রাম বলেন এবং মাইবাম কেশোরের মৃতদেহ উদ্ধার।
ইমফল, ১৫ নভেম্বর (হি.স.) : ১২ নভেম্বর মণিপুরের জিরিবাম জেলার অন্তৰ্গত বড়বেকরা থানা এলাকায় কুকি জঙ্গিদের হাতে অপহৃত ইউরেম্বাম রানি দেবী (৬৮), তেলিম খোইবি দেবী (৩১), তাঁর মেয়ে তেলেম থাজামানবি দেবী (৮), লাইশ্রাম হেইতোম্বি দেবী (৩৫), তাঁর দুই ছেলে লাইশ্ৰাম চিংখেইঙ্গানবা সিং (২.৫ বছর) ও লাইশ্রাম লামনগাংমা সিং (৮ মাস)-এর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার।
ইমফল, ১৭ নভেম্বর (হি.স.) : জিরিবাম থানার কাছে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে হিংসাত্মক সংঘর্ষে একজনের মৃত্যু এবং একজন আহত।
ইমফল, ১৭ নভেম্বর (হি.স.) : নয় (৯) বিজেপি বিধায়কের বাড়িতে ভাঙচুর এবং এক কংগ্রেস বিধায়কের বাসভবনে অগ্নিসংযোগ উত্তেজিত জনতার।
শ্রীভূমি (অসম), ২৭ নভেম্বর (হি.স.) : শ্রীভূমি জেলা সদরের উপকণ্ঠ প্যাটেলনগরে পুলিশি অভিযানে উদ্ধার প্ৰায় ১৯ কোটি টাকার মাদক ইয়াবা ট্যাবলেট। মাদক পাচারের অভিযোগে তিন যুবক যথাক্ৰমে কাছাড় জেলার বাসিন্দা হোসেন আহমেদ, নাজিম উদ্দিন এবং আবদুলা খয়েরকে গ্রেফতার করে পুলিশ।
শিলচর (অসম), ২ ডিসেম্বর (হি.স.) : কাছাড় জেলার অন্তর্গত শালচাপড়ায় পুলিশের অভিযানে ১২টি প্যাকেট থেকে ৩৬ কোটি টাকা মূল্যের ১ লক্ষ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার। মাদক পাচারের অভিযোগে গ্রেফতার বছর ২০-এর মহম্মদ আজাদ লস্কর।
শ্রীভূমি (অসম), ১২ ডিসেম্বর (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত বদরপুরে পুলিশের অভিযানে উদ্ধার ১২ কোটি টাকার মাদক ইয়াবা ট্যাবলেট। এর সঙ্গে গ্রেফতার আব্দুল সাদিক, আমির উদ্দিন, আনাম উদ্দিন, জিয়াউল হক এবং কামরূপ হক সহ মোট পাঁচজন।
শিলচর (অসম), ২২ ডিসেম্বর (হি.স.) : কাছাড় জেলার অন্তর্গত শিলচর-শিলকুড়ি রোডে এসটিএফ-এর অভিযানে উদ্ধার ২০ কোটি টাকা মূল্যের ৬০ হাজারটি মাদক ইয়াবা ট্যাবলেট এবং ১২৫ গ্রাম হেরোইন। মাদক পাচারের অভিযোগে গ্ৰেফতার কাছাড়ের সোনাই বিধানসভা এলাকার বাসিন্দা সাহিল আহমেদ।
গুয়াহাটি, ২২ ডিসেম্বর (হি.স.) : বাল্যবিবাহের বিরুদ্ধে ২১ এবং ২২ ডিসেম্বর রাতে পরিচালিত তৃতীয় দফায় পুলিশি অভিযানে গ্ৰেফতার ৪১৬ এবং মামলা রুজু ৩৩৫টি (বাল্যবিবাহ নিষেধাজ্ঞা আইন, ২০০৬-এর অধীনে গত বছরের প্রথম দুই মাসে ৩,০৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এ বছরের ৩ ফেব্রুয়ারি থেকে বাল্যবিবাহের মামলা নথিভুক্ত হয়েছে ৪,৩৬৩টি)।
বাজারিছড়া (অসম), ২৪ ডিসেম্বর (হি.স.) : শ্ৰীভূমি জেলার অন্তৰ্গত পাথারকান্দি বিধানসভা এলাকার বাজারিছড়া থানাধীন হাতিখিরায় পুলিশের অভিযানে উদ্ধার প্রায় ৭.৫০ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট। গ্ৰেফতার ত্রিপুরার খোয়াই জেলার বাসিন্দা সুশান্ত রুদ্রপাল।
ইমফল, ২৮ ডিসেম্বর (হি.স.) : সন্দেহভাজন জঙ্গিদের গোলাগুলিতে হয়েছেন জখম স্থানীয় ইলেকট্রনিক মিডিয়ার ভিডিও জার্নালিস্ট লেইমাপোকপাম কবিচন্দ্র।
শিলচর (অসম), ২৮ ডিসেম্বর (হি.স.) : কাছাড় জেলা সদর শিলচরের ঘুংঘুর বাইপাসে পুলিশি অভিযানে উদ্ধার প্রায় ১৫ কোটি টাকার মাদক ইয়াবা ট্যাবলেট। গ্রেফতার মণিপুরের চূড়াচাঁদপুর জেলার বাসিন্দা ভেনালেইন রেংকাই এবং সনপাও ফানাই।
শ্রীভূমি (অসম), ২৯ ডিসেম্বর ২০২৪ (হি.স.) : শ্রীভূমি শহরে সদর পুলিশের হাতে বাজেয়াপ্ত বহু কোটি টাকার মাদকদ্রব্য।