নিউজ ডেস্ক: মালদার জেলা প্রশাসনিক ভবন ও জেলা আদালত চত্বরে বেপরোয়া গতিতে থাকা সরকারি গাড়ি এসে ওই চত্বরে থাকা কয়েকজনকে ধাক্কা মারে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। এমনকি সংঘর্ষের তীব্রতায় গাড়িতে শর্ট সার্কিট হয়ে ধোঁয়া বেরোতে শুরু করে। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
স্থানীয় লোকজনই ঘাতক গাড়িটিকে সরিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে মালদা মেডিকেলে পাঠায়। এরপর ঘটনাস্থলে থাকা জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে। সেই রোষ আছড়ে পড়ে সরকারি গাড়িটির উপরও। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়।